পাবনা জেলার বেড়া উপজেলার দয়ালনগর গ্রামে অবস্থিত দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরিতে গত ২২ মে ২০২৪ তারিখে ১০ দিনব্যাপী নারীদের উদ্যোক্তা উন্নয়ন ও গার্মেন্টস ঝুট থেকে হাইজিন পণ্য উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি জয়িতা ফাউন্ডেশন এবং এলা প্যাডের সহযোগিতায় দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশন আয়োজন করেছে। কর্মশালায় স্থানীয় ২০ জন নারী অংশগ্রহণ করছে, যা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এবং মোট ১০ দিনব্যাপী পরিচালিত হবে।
এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা গার্মেন্টস ঝুট ব্যবহার করে নিরাপদ হাইজিন পণ্য উৎপাদনের কৌশল শিখবে। তারা নিজেদের জন্য নিরাপদ হাইজিন পণ্য তৈরি ও ব্যবহার করতে পারবে, পাশাপাশি এসব পণ্য বিক্রি করে অর্থ উপার্জনের সুযোগও পাবে।
এ ধরনের উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। ভবিষ্যতে নারীদের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা উদ্বোধন আরো উদ্যোগ গ্রহন করা হবে।
WhatsApp us