Loader

পাবনা জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের অন্তর্গত দায়ালনগরে বিকে ফাউন্ডেশন এবং বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম প্রামাণিক। এছাড়া, বিকে ফাউন্ডেশন ও বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েম প্রামাণিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ফজলুল কাদের, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
  • ডা. মুজিবুর রহমান (এম.ডি), কার্ডিওলজিস্ট ও অল্টারনেটিভ ডক্টর ফাউন্ডার, ভেনটেজ ন্যাচারাল হেলথ সেন্টার (থাইল্যান্ড)।
  • এম.এ বাতেন খান, চেয়ারম্যান, বিকে ফাউন্ডেশন ও ব্যবস্থাপনা পরিচালক, বিডিডিএল প্রোপার্টিজ লিমিটেড।
  • এম.এ আজিজ, চেয়ারম্যান, জেনেসিস গ্রুপ অব কোম্পানি।
  • শহিদ আহমেদ, বিশিষ্ট ওষধি খাদ্য বিশেষজ্ঞ।

অনুষ্ঠানে বক্তারা লাইব্রেরির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এই মহতী উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বৃদ্ধি পাবে এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।