Loader

বিকে ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পাবনার আমিনপুর বেড়ায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণে বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক প্রথম কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা কীটনাশকমুক্ত আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করতে পারেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিকে ফাউন্ডেশন এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনার বিশিষ্ট গবেষক জনাব মিজানুর রহমান (তিতু), যিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তার নেতৃত্বে আরও অংশ নেন আর্কিটেক ও আর্থ কনসালটেন্ট জনাব আবদুন নাইম এবং ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশিদ।

প্রশিক্ষণে কৃষকদের বিষমুক্ত ও স্বল্প ব্যয়ের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কীটনাশক মুক্ত এই পদ্ধতিগুলো ব্যবহার করলে উৎপাদিত সবজি ও অন্যান্য ফসল স্বাদ ও গন্ধে থাকে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর। অন্যদিকে, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে ফসল বিষাক্ত হয়ে ওঠে, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ অঞ্চলের কৃষকদের মধ্যে বিষমুক্ত চাষাবাদের প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই লক্ষ্যে বিকে ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে, যাতে তারা নিরাপদ কৃষি পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে উৎপাদন করতে পারেন। এই উদ্যোগ কৃষকদের জন্য যেমন লাভজনক, তেমনি ভোক্তাদের জন্যও নিশ্চিত করছে স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য।