“গাছ লাগাই, সবুজে দেশ সাজাই” এই স্লোগানকে সামনে রেখে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে এবং বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় গত ১৫ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুস্থ দেশ উপহার দেওয়ার প্রত্যয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে লাইব্রেরি প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানো এখন সময়ের দাবি। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে পরিবেশ রক্ষায় তা হবে এক বিশাল অবদান।
এ কর্মসূচির মাধ্যমে কেবল বৃক্ষরোপণ নয়, বরং সমাজে পরিবেশবান্ধব চিন্তা ও সচেতনতা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ গ্রামের মানুষকে পরিবেশ রক্ষার আন্দোলনে আরও বেশি উৎসাহিত করবে।
সবশেষে উপস্থিত অতিথি ও আয়োজকরা প্রতিজ্ঞা করেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একদিনের নয়, বরং সারা বছর ধরে সবুজের যত্ন ও সংরক্ষণের ধারাবাহিক প্রয়াস হবে।
WhatsApp us