bddl বিশ্বাস করে আবাসন শুধু ইট-সিমেন্টের গাঁথুনি নয়, বরং মানুষের জীবন, প্রকৃতি ও ঐতিহ্যের একাত্মতা। প্রতিটি প্রকল্পে আমরা খুঁজি নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে সংস্কৃতি ও পরিবেশ একসাথে মিলে গড়ে তোলে শান্তি ও সৌন্দর্যের ঠিকানা। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা আয়োজন করেছি তিন দিনব্যাপী “bddl – সবুজ আবাসন উৎসব”।
২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৫, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মোহাম্মদপুরের আদাবর, বাইতুল আমান হাউজিং সোসাইটির bddl ছায়ানীড় প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে। এখানে থাকবে অতিথিদের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি, বিদ্যমান আবাসন প্রকল্পের প্রদর্শনী, হরেক রকম চা ও পিঠার আসর, আর স্পট বুকিং–এ বিশেষ অফার।
সবুজের আহ্বান, গ্রামের স্বাদ, পিঠার ঘ্রাণ আর হারবাল চায়ের উষ্ণতায় ভরপুর এই আয়োজন আমাদের আগামীকে করবে আরও টেকসই, আরও প্রাণবন্ত। আমরা চাই প্রতিটি বাসস্থান হোক জীবনের আঙিনায় শান্তি ও সৌন্দর্যের প্রতীক।
WhatsApp us