বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের আয়োজনে “কিচির মিচির” অনুষ্ঠিত হলো বিডিডিএল গোল্ড প্যালেস, খিলগাঁও-এর খেলার মাঠে।
সবুজ প্রকৃতির মাঝে শিশুরা দুরন্তপনায় বড় হয়ে উঠুক এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সচেতন হোক—এই লক্ষ্যকে কেন্দ্র করে গতকাল, ২ মার্চ ২০২৮, বিডিডিএল গোল্ড প্যালেস, খিলগাঁও-এর ৯০টি পরিবারের শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন “কিচির মিচির” অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল নানান রকম ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, “যেমন খুশি তেমন সাজো” এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, যা তাদের সৃজনশীলতা ও শৈশবের আনন্দকে আরও রঙিন করে তোলে
প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আয়োজকরা।
.
WhatsApp us