দয়াল নগর স্টার ক্লাব কর্তৃক আয়োজিত দয়ালনগর জুনিয়র ফুটবল টুর্নামেন্ট 2023
দয়াল নগর স্টার ক্লাব কর্তৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয় দয়াল নগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উক্ত খেলায় জয় লাভ করেছেন আমিরাবাদ ফুটবল একাদশ ০৫ মাসুমদিয়া ফুটবল একাদশ ০২ উক্ত খেলায় #প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় এম এ বাতেন খান (ব্যবস্থাপনা পরিচালক : বি কে ফাউন্ডেশন ও প্রতিষ্ঠাতা বাহারুন্নেসা পাবলিক লাইব্রারি) | # উপস্থিত ছিলেন ঢালারচর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা Md.Korban Ali # প্রধান_বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসুমদিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শহিদুল হক শহিদ #বিশেষ_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Abu Sayem প্রামানিক (সাধারণ সম্পাদক, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি)এবং এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ 💚