বিকে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের অংশগ্রহনে আমিনপুর বেড়া, পাবনায় অনুষ্ঠিত হল কৃষি প্রশিক্ষনের প্রথম প্রশিক্ষন কর্মশালা। উক্ত কর্মশালায় কৃষকদের কিভাবে বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদন করার বিশেষ প্রশিক্ষন হাতে কলমে দেয়া হয়। কর্মসূচীতে বিকে ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জনাব মিজানুর রাহমান (তিতু) এবং তার নেতৃত্বে আর্কিটেক, আর্থ কনসাল্টেন্ট জনাব আবদুন নাইম ও ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ সহ অনেকে। আধুনিক ও স্বল্প ব্যয়ের এ সকল পদ্ধতি ব্যবহার করলে কৃষকের সবজি বিষমুক্ত থাকে। স্বাদে ও গন্ধেও সবজি থাকে স্বাভাবিক। অথচ কীটনাশক ব্যবহারে সবজি বিষযুক্ত হয়ে পড়ে। আর এসব সবজি মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিষমুক্ত পদ্ধতিতে সবজি চাষে কৃষকের আগ্রহ দিনদিন বাড়ছে, আর এ কারণেই বিষমুক্ত পদ্ধতিতে এ উপজেলার কৃষকদের সবজিসহ অন্য ফসল চাষের ব্যাপারে নানাভাবে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।