Loader
 

দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি-তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

পাবনা জেলার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের দয়ালনগর গ্রামে বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে চলতি বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

১৬ আগস্ট (শনিবার) সকালে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির চত্বরে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন। এ বছর আমিনপুর থানাধীন ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকে ফাউন্ডেশনের সভাপতি ও লাইব্রেরির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ বাতেন খান। প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম। সঞ্চালনা করেন দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েম প্রামানিক।

স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক রাম প্রসাদ সেন, মাসুমদিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান, ফকিরকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলম শেখ, মাসুমদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মাসুমদিয়া কেজেবি ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের সাবেক পরিচালক আব্দুস শাকুর, এবং কৃতি শিক্ষার্থী মাসুরা, ফাহমিদ ও রিয়াদ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Category
CSR 2025