BDDL Properties Ltd আয়োজিত bddl Gold Palace @khilgaon- এর খেলার মাঠে অনুষ্ঠিত হল “কিচির মিচির”
সবুজের মাঝে দুরন্তপনায় বেড়ে উঠা ও পরিবেশ ভারসাম্য রক্ষাকে কেন্দ্র করে বিডিডিএল গোল্ড প্যালেস, খিলগাঁও- এর ৯০টি পরিবারের ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে গতকাল ২ মার্চ ২০২৮ ইং তারিখে বিডিডিএল গোল্ড প্যালেস খেলার মাঠে অনুষ্ঠিত হল “কিচির মিচির”। উক্ত অনুষ্ঠানে শিশু-কিশোরদের বিভিন্ন রকম ক্রীড়া কার্যক্রম, চিত্রাংকন ও যেমন খুশী তেমন সাজো’র পাশাপাশি ছিল দিনব্যাপী বিভিন্ন শিক্ষামুলক কার্যক্রম।